চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার গুনির মোড় দেলবাড়ী জাকির ডিলারের দোকানের পাশে অভিযান চালিয়ে মো. এরফান আলী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী এলাকার সফেদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এক ব্যক্তি ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এরফান আলীকে হাতে-নাতে আটক করে এবং তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: