শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ মামুন হাসান, ছত্রাজিতপুর ইউনিয়নের আমির মোঃ শফিকুল ইসলাম বাদল, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম । এছাড়াও স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে তিনজন এমবিবিএস চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৩৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং ৪৭৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: