চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা ডিএনসি কার্যালয়ের অভিযানে চক দৌলতপুর এলাকার মো. সবুজ (৩০) ও মো. শাহীন (৩০) নামে দুইজনকে ১০ গ্রাম করে গাঁজাসহ আটক করা হয়।
পরিদর্শক মো. রফিকুল ইসলাম মামলার প্রসিকিউশন দাখিল করলে শিবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং দ্বিতীয় আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: