আপনার চোখকে ভালোবাসুন” — এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। চোখের সুরক্ষা ও যত্নের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়মিত চক্ষু পরীক্ষা, সুষম আহার গ্রহণ এবং চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর তাঁরা গুরুত্ব আরোপ করেন।
বক্তারা আরও বলেন, চোখের যত্নে অবহেলা করলে সহজেই স্থায়ী ক্ষতির ঝুঁকি তৈরি হয়, তাই প্রত্যেকেরই নিজের চোখের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন।
আলোচনা শেষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: