[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ব্যবসায়ীকে নিয়ে গুজব ছড়ানো ও চাঁদাবাজির বিরুদ্ধে দম্পতির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২১:০৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো ও ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন, জেলা শহরের বালিগ্রাম নতুনপাড়া এলাকার মৃত রবিউল হকের ছেলে ব্যবসায়ী মো. আলম ও তার স্ত্রী মোসা. শিলামুনি বেগম।


সংবাদ সম্মেলন মো. আলম বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদেশে লোক পাঠানোর কাজ করি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (০৮ অক্টোবর) বিকেলে আমার বাড়িতে দুই নারী ও এক পুরুষ বিদেশে লোক পাঠানোর কথা বলে বাড়িতে আসে। এটি দেখতে পেয়ে স্থানীয় কতিপয় বখাটে যুবক এনিয়ে প্রশ্ন তুলে হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করলে ওই নারী-পুরুষদের বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে আবারো লোকজন নিয়ে হট্টগোল করলে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ আসলে ওই বখাটে যুবকরা পালিয়ে যায়। এসময় দুই নারীকে নিয়ে যায় পুলিশ।


তিনি আরও বলেন, পুলিশ আসার পর এখানেই ঘটনার সমাপ্তি হলেও স্থানীয় দুই যুবক ভয়ভীতি দেখায় ও টাকা না দিলে আমার নামে নারী কেলেংকারীর তথ্য লিখে প্রচার করার হুমকি দেয়। এমনকি আমার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে মিথ্যা গুজব ছড়ায়। তারা দুজন আমাকে দফায় দফায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে নানারকম ভয়ভীতি ও হুমকি দেখায়।


ভুক্তভোগী মোসা. শিলামুনি বেগম বলেন, কোনধরনের কোন বাজে ঘটনা না ঘটলেও টাকা নেয়ার জন্য এলাকার কিছু বখাটে গুন্ডা এমন ষড়যন্ত্র করেছে। বারবার চাঁদার ৫০ হাজার টাকা নেয়ার জন্য চাপ দিচ্ছে। ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাদের পরিবারের সম্মানহানি করছে। আমরা এনিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, এর ন্যায়বিচার পাব। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।


এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, চাঁদাবাজির চেষ্টা, ব্ল্যাকমেইল ও ফেসবুকে গুজব ছড়ানো নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর