[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

সুন্দরপুর ইউনিয়নে নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ২১:৩৮

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে জননেতা নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে এলাকার বিভিন্ন স্থান থেকে আগত নারীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং ইউনিয়ন আমীর দেলওয়ার হোসাইন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশ। ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অপরিহার্য। তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে উপস্থিত নারীরা জননেতা নূরুল ইসলাম বুলবুলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর