[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

শিবগঞ্জ ধাইনগর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে “সাধারণ সভা ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ইমারত শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা কৃষি ও খামার শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, শ্রমিক সমাজই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। শ্রমিকরা যত সচেতন ও সংগঠিত হবে, সমাজে তত ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু পেশাগত কাজে নয়, মানবিক উদ্যোগেও শ্রমিকদের সম্পৃক্ততা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ইমারত ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, ধাইনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোঃ ইমদাদুল ইসলাম, পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার জাহাঙ্গীর আলী এবং প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম সায়েদ।

সার্বিক সহযোগিতায় ছিল পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর