ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে ৪৮টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ে এই ম্যাথ অলিম্পিয়াডে ১৩০০ শিক্ষার্থীর মধ্যে হওয়া প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার দেয়া হয় ৬০ জনকে। চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ম্যাথ অলিম্পিয়াডে অংশ নেয়। এদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হয় প্রত্যেক শ্রেণী থেকে ১০ জনকে।
ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এসময় তারা জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বাড়বে তাদের অভিজ্ঞতা। অন্যদিকে অভিভাবকদের দাবি, ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করবে এবং গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব। ম্যাথ অলিম্পিয়াডের মতো আয়োজন গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভার বিকাশে সহায়তা করবে বলে জানান অভিভাবকরা।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। তারা জানায়, গণিতের চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে ম্যাথ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি আসরের সভাপতি তাজিমুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম, সহকারী প্রধান পরিচালক, ফুলকুঁড়ি আসর, মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ফুলকুঁড়ি আসর, মো. খালিদ হাসান, পরিচালক, ফুলকুঁড়ি আসর শহর শাখা, প্রফেসর মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর, ডা. আব্দুস সামাদ, আরএমও, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ, মো. রাশেদুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট, আল-আরাফা ইসলামী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা
ম্যাথ অলিম্পিয়াডে এমসিকিউ পদ্ধতিতে ৫০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রত্যেক শ্রেনীতে ১০ জন করে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে অতিথিবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: