[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

নাচোলে শিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ : পুরস্কার পেল ১৫০ জন

আলি হায়দার রুমান

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৭

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান।

শনিবার(১৮ অক্টোবর) বিকেলে নাচোল সরকারি কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে উপজেলার মোট ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মূল্যবান উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি সেলিম রেজা।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সভাপতি সালাহউদ্দিন সোহাগ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন তার মধ্যে সাড়ে তিন হাজার নাচোল উপজেলায়। তিন উপজেলার মোট ২৫০ জনকে পুরুকৃত করা হবে। আজকে নাচোল উপজেলায় পুরস্কার দেওয়া হলো। পরবর্তীতে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পুরস্কার বিতরণ করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর