[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৩

ছবি- আলোকিত গৌড়

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি ও নাচোলের ‘রাণীমা’ খ্যাত ইলা মিত্রের জন্মশত বার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে উদযাপন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় ফায়ার সার্ভিস মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে আদিবাসী ও বাঙালি কৃষক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, আদিবাসী লেখক পিথুশিলাক মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কিসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাণী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে।

অন্যদিকে নাচোলে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে কেক কাটা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী ইলা মিত্র মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, গবেষক আলাউদ্দিন আহমেদ বটু, সিপিবি নেতা আব্দুল্লাহ ক্বাফি, ইসরাইল সেন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে আদিবাসী নৃত্য, গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর