[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২০:৫৪
আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২৩:১০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদ্রাসা শিক্ষকদের সাথে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা: এমরান হোসেন, হেফজুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও: আবুজার গিফারী, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার মো: মুনিরুল ইসলাম, ঝলঝলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মজিবুর রহমান, গোহালবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মুনিরুল ইসলাম, হাজী এশান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, শিবগঞ্জ কামিল মাদ্রাসা অধ্যক্ষ জোব্দুল হক, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: ইলিয়াস উদ্দিন, শংকরবাটি হেফজুল উলুম এফ. কে. কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুল হাই সিদ্দিকী কামাল প্রমূখ।

এইসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদরাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানের মাধ্যম নয়, এটি নৈতিকতা, মানবিকতা ও জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষকরা যদি সৎ, নিষ্ঠাবান ও আধুনিক চিন্তাশীল হন-তাহলে আমাদের শিক্ষার্থীরা হবে আলোকিত নাগরিক। সরকার মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদেরও এ উদ্যোগে অংশ নিতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর