[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদ, ওয়াশ ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২৩:৪৮

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদ, ওয়াশ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর মকিমপুর ও মির্জাপুর বাগানবাড়ি গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লিটার চোলাই মদ, ১০০ লিটার ওয়াশ এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামি হলেন, মোসা: পাপিয়া বেগম ওরফে পপি (৩৫), স্বামী: মো: রহিম, মো: রহিম (৪২), পিতা: মৃত আব্দুল হাকিম (পলাতক), উভয়ের ঠিকানা: উত্তর মকিমপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মো: সেন্টু রহমান (৪৩), পিতা: মৃত নূর মহাম্মদ ভোলা, সাং: মির্জাপুর বাগানবাড়ি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


অভিযান শেষে পরিদর্শক মো: রফিকুল ইসলাম প্রথম ও দ্বিতীয় আসামির বিরুদ্ধে এবং উপ-পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান তৃতীয় আসামির বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন শিবগঞ্জ থানায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর