[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রিক্সা ও ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে রিক্সা ও ভ্যান শ্রমিকদের নিয়ে রিক্সা ও ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-০৩ আসনের এমপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সভাপতি ল মো. এনায়েতুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, রিক্সা ও ভ্যান শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ইসলামী কল্যাণনীতির ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে বিপুল সংখ্যক রিক্সা ও ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর