বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী শিবগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের যৌথ আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক্স, মেডিসিন ও গাইনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বিক চিকিৎসাসেবা দেন। পাশাপাশি ব্লাড গ্রুপিংয়ের সুবিধাও দেওয়া হয়।
দিনব্যাপী ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। নারী ও প্রবীণ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, “এ এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। গ্রামের মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকেরই উচিত সমাজ ও দেশের জন্য কিছু করা। যুবদল মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাবে।”
ভবিষ্যতে উপজেলাজুড়ে নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও মোসলেম উদ্দিন প্রমুখ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: