“সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ এর আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় হোগলা উচ্চ বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম, সহকারী শিক্ষক শ্রী মিনল কান্তি দাস, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হান, পল্লি চিকিৎসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত উপাদান, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে। পুরনো ব্যাটারি, রঙ ও মাটি থেকে সিসা দূষণ ছড়ায়— তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: