[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি সদস্যকে সর্বদা সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে ৫৯ বিজিবির টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের ফরেস্ট ক্যানেল সংলগ্ন ধানক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে ধানক্ষেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ (Black Hunt) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ভোলাহাট থানায় জিডি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর