[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

চর অনুপনগর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫২

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে অনুপনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, যুব বিভাগের সভাপতি গোলাম মাওলা, চর অনুপনগর ইউনিয়ন আমীর মো: শরিফুল ইসলাম প্রমুখ।

এইসময় বক্তারা বলেন, যুব সমাজই একটি দেশের শক্তি ও উন্নয়নের চালিকাশক্তি। নৈতিক, শিক্ষিত ও সচেতন যুবক ছাড়া একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের বর্তমান নৈতিক অবক্ষয় ও বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী আদর্শ ভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। যুবকদেরকে দেশ ও জাতির স্বার্থে ইতিবাচক চিন্তা-চেতনায় উজ্জীবিত হতে হবে। ইসলামভিত্তিক সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় বক্তারা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর