[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় মোবাইল ও ২৭২টি কসমেটিকস সামগ্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ১২টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক দুইটি অভিযানে এ সব পণ্য আটক করা হয়।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সদা তৎপর রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। অপর এক অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।


আটক করা এসব পণ্য প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।


মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াবিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানসহ যেকোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর