বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে। ইসলাম নারীদের যে অধিকার, মর্যাদা ও স্বাধীনতা দিয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, “ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ হলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। যারা নারী স্বাধীনতা ও অধিকারের কথা বলে, তারা ক্ষমতায় থাকাকালে নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ ছিল না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই নারীর প্রতি সবচেয়ে বেশি সহিংসতা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “নিজস্ব মতবাদ বা পরিবারতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে মানুষের অধিকার নিশ্চিত হয় না। সমাজে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা নারীর প্রকৃত অধিকার ও নিরাপত্তা দিতে পারেনি।”
জামায়াত নেতা বুলবুল জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় না গিয়েও নারীদের জন্য ব্যাপক ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
“নারীদের কর্মমুখী প্রশিক্ষণ, বিনামূল্যে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সহায়তা এবং পুঁজি প্রদানসহ নানা কার্যক্রম আমরা চালাচ্ছি। ক্ষমতায় গেলে এসব উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে সম্প্রসারিত করা হবে।”
নারীদের স্বাধীনতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, “ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার করছে— ইসলামী রাষ্ট্র হলে নারীরা ঘরে বন্দী থাকবে। কিন্তু ইসলাম কখনো কাউকে জোর করে ধর্ম পালন করতে বলেনি। নবী করিম (সা.)-কেও আল্লাহ বলেছেন, ‘তুমি কেবল উপদেশ দাও’। ইসলামী রাষ্ট্রও তাই কাউকে বাধ্য করবে না, বরং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবে।”
নূরুল ইসলাম বুলবুল আরোও বলেন, “দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের দরকার সৎ, যোগ্য, আদর্শিক ও নৈতিক নেতৃত্ব। জামায়াতে ইসলামীতে রয়েছে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত নেতৃত্ব। ক্ষমতায় গেলে আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গড়ে তুলব।”
তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব।”
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শোয়াইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌরসভা নায়েবে আমীর এ্যাড.শফিক এনায়েতুল্লাহ, সদর উপজেলা সেক্রেটারী আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল। এ ছাড়াও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: