[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

বালিয়াডাঙ্গা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ২১:৪২

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকালে বালিয়াডাঙ্গা মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌরসভা নায়েবে আমীর এ্যাড.শফিক এনায়েতুল্লাহ, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এ্যাড. গোলাম মোস্তফা, যুব বিভাগের সভাপতি গোলাম মাওলা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আমীর মো: মাও:গোলদম কবির প্রমুখ।

এইসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনে যুবকরাই মূল শক্তি। আগামী জাতীয় নির্বাচনেও তরুণ ও যুবকদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যুবকরাই জাতির প্রাণশক্তি। তারা মৃত্যু পরোয়া করে না, বরং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আগামী নির্বাচনে তরুণ ও যুবসমাজের নেতৃত্বেই গড়ে উঠবে নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। যুবক সময় জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ের সঠিক ব্যবহার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। যুবকরাই যেমন ধ্বংস করতে পারে, তেমনি গড়তেও পারে। তাই তাদের ইতিবাচক ভূমিকা দেশের অগ্রযাত্রার জন্য অপরিহার্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর