চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলম জব্দ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দুটি পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টার দিকে মাসুদপুর বিওপির বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার সময় বাখেরআলী বিওপির বিশেষ টহলদল সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। অবৈধ গবাদিপশু, মাদক, মোবাইল ফোন ও অন্যান্য পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: