[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও'র মতবিনিময়

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

ছবি- আলোকিত গৌড়

ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন মতবিনিময় করেন। সম্প্রতি ভোলাহাট উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ শামীম হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভোলাহাট উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সাথে ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ইউএনও অফিস কক্ষে সৌজন্য মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন সাংবাদিকদের সাথে নিয়ে কালে বলে মোঃ মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন উন্নয়নে যে কার্যক্রম চালিয়েছেন এর ধারাবাহিকতায় চালিয়ে যেতে যান।

এছাড়াও বৃহত্তর বিলভাতিয়া বিল, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য, ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম হোসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, অনলাইন এনটিভি ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক মোঃ সুহাস উদ্দীন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ আবু মোতালেব উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর