চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সদস্যরা জহুরপুরটেক সীমান্ত থেকে ২ দশমিক ৩ কেজি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে মো. মামুন (২০) এর বাড়ি থেকে ২.৩ কেজি গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মামুনকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সহযোগী মো. নয়ন (৩৫) পলাতক রয়েছেন।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, গবাদিপশু, মোবাইল, অন্যান্য পণ্য ও মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: