[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ আন্দোলন

জাহিদুর রহমান

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ২১:৪৪

ছবি- আলোকিত গৌড়

ভারতের পানি আগ্রাসন ও পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো সাধারণ মানুষ অংশ নেন। তারা “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই”, “পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি”, “আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার”— এমন সব শ্লোগানে মুখর করে তোলেন মাঠ। বক্তারা পদ্মা নদীর পানির সংকট, কৃষির ক্ষতি ও পানিবণ্টন চুক্তির অকার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আমিনুল ইসলাম। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচিত।

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “আজকের সমাবেশের মূল লক্ষ্যপদ্মাকে বাঁচানো। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় পানি কমে যায়, আবার বর্ষায় হঠাৎ সব গেট খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা ও ভাঙন দেখা দেয়কৃষি বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবেএজন্য জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।”

প্রধান বক্তা হারুনুর রশিদ বলেন, “গঙ্গার উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে পদ্মা আজ মরণাপন্ন। পানিবণ্টন চুক্তি থাকলেও এর সুফল আমরা পাইনি। খালেদা জিয়া সরকারের সময় গৃহীত ১০ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প বর্তমান সরকার বাতিল করে দেশকে বিপদে ফেলেছে। সীমান্ত, বাণিজ্য ও পানির ক্ষেত্রে ভারতের আধিপত্যের বিরুদ্ধে এখনই জনমত গড়ে তুলতে হবে।”

সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, “পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নদী বাঁচানো মানে আমাদের অস্তিত্ব রক্ষা।”

এর আগে গত ২ নভেম্বর জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে ‘পদ্মা বাঁচাও’ দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর ভোলাহাটে। বিএনপি জানিয়েছে, ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর