চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য ও একজন চোরাকারবারীকে ইয়াবাসহ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন সন্ধ্যা ৬টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহল দল মোবারকপুর ইউনিয়নের লাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় টহল দল এক চোরাকারবারীকে ইয়াবাসহ আটক করে।
আটক ব্যক্তির নাম মো. রুবেল হোসেন (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামের মৃত গাউস উদ্দিনের ছেলে। তাঁর কাছ থেকে ১০৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেল (Hero HF Deluxe 100cc) জব্দ করা হয়।
আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আটক আসামিকে একই থানায় মামলা দিয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: