সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে সোনামসজিদ ও শিয়ালমারা বিওপি কর্তৃক পৃথক দুইটি অভিযান চালানো হয়।
১২টা ৩০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে অবস্থিত মোজাম্মেল এর আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় Officer’s Choice ব্র্যান্ডের বিদেশী মদ আটক করে।
অপরদিকে, একই রাতে রাত ৩টা ৫০ মিনিটে শিয়ালমারা বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এতে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যগুলো জিডি করার পর শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: