[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মৃত ভারতীয় নারীর লাশ দেখলেন বাংলাদেশি আত্মীয়রা

এম. হাসান

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:১১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মানবিক উদ্যোগে বিজিবি ও বিএসএফ-এর সহযোগিতায় মৃত এক ভারতীয় নাগরিকের লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনকে দেখানো হয়েছে।

জানা যায়, গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩৩০ ঘটিকায় ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে মৃতের ভাই মো. তোফাজ্জল হক, পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ এবং তার স্বজনরা মৃতের লাশ দেখার জন্য বিজিবি’র কাছে আবেদন করেন।

বিজিবি বিষয়টি মানবিক বিবেচনায় গ্রহণ করে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষ বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়।

পরবর্তীতে ০৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.৪০ ঘটিকায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস-এর নিকটে শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো সম্ভব হয়।
লাশ দেখে বাংলাদেশের আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। এ ধরনের মানবিক কার্যক্রমকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচনা করি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর