[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

স্বামীর সন্ধান ও শশুরবাড়ির নির্যাতনের অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৯:০৬
আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৯:১১

স্বামীর সন্ধান ও শশুরবাড়ির লোকজনের নির্যাতনের বিচারের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ মাস ধরে নিখোঁজ স্বামীর সন্ধান ও শশুরবাড়ির লোকজনের শারীরিক-মানসিক নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

রবিবার (০৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলী গ্রামের মৃত নওশেদ আলীর মেয়ে গৃহবধূ নারগিস বেগম।

সংবাদ সম্মেলনে নারগিস বেগম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন চালায় স্বামী ও তার পরিবারের লোকজন। ৫ লাখ টাকা, মোটরসাইকেল ও ফার্মেসী তৈরির জন্য টাকা দাবি করে। না দিতে পারলে ঘরে বন্দি করে বেধড়ক মারধর করে তারা। এমন নির্যাতনের শিকার হয়ে ডিভোর্স চাইলেও দেনমোহর না দেয়ার কারনে সেটিও করছে না। বরং শশুরবাড়ির লোকজন আমার স্বামীকে গত ৫ মাস ধরে ভারতে লুকিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, আমার ৩ বছর বয়সী মেয়ের কোন খরচ দিচ্ছে না কয়েকমাস ধরে। এনিয়ে আদালতে মামলা করলেও কোন সুরাহা পায়নি। পুরো অসহায় অবস্থায় দিন যাপন করছি। একটি ক্লিনিকে চাকুরি করে কোনক্রমে মেয়ে নিয়ে জীবনধারণ করছি। আমি স্বামীর সন্ধান ও আমার উপর জুলুম নির্যাতনের বিচার চাই। সংসাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারগিস বেগমের বোন হাসমত আরা, মেয়েসহ পরিবারের সদস্যরা। নিখোঁজ বুলবুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এবিষয়ে তদন্ত চলমান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর