[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৮

ছবি- আলোকিত গৌড়

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং “মাদককে না বলুন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে ধারণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৯নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।

ফাইনাল খেলায় অংশ নেয় গোমস্তাপুর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা। উত্তেজনাপূর্ণ খেলার শেষ মুহূর্তে ট্রাইব্রেকারে গোমস্তাপুর উপজেলা ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি মোহাম্মদ সোলায়মান বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন। শেষে বিজয়ী দলকে “মাদকবিরোধী দূত” হিসেবে ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর