[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

মৃত শ্রমিকদের পরিবার ও শ্রমিকদের সন্তানদের বিবাহে এককালীন আর্থিক সহায়তা প্রদান

এম. হাসান

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:২৮

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যু সদস্যদের পরিবার ও সংগঠনটির সাধারণ সদস্যদের সন্তানদের বিবাহে এককালীন চেক প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শ্রমিক ভবনে আনুষ্ঠানিক ভাবে ওইসব পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।

কর্মসূচিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ট্টাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের ৬ পরিবারের মাঝে ৪ লাখ ২০ হাজার এবং সংগঠনটির ১৭ জন সদস্যদের সন্তানদের বিবাহের জন্য এককালীন ৪ লাখ ৭০ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।

এককালীন অর্থপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর