চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
সোমবার(১১ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, দেশের তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে, যার মধ্যে রয়েছে, ইয়াবা ট্যাবলেট : ১,৯৪০ পিস, Tapentadol ট্যাবলেট : ৩,৬০০ পিস।অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ অবস্থায় দায়িত্ব পালন করছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: