চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের আয়োজনে গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হরিপুর বোর্ড ঘর বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মোঃ সাজ্জাদুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা ও জেলা সাধারণ সম্পাদক (ডি.কে.আই.বি) মোঃ মাহফুজুর রহমান সেলিম এবং মুহা. জুবাইর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হরিপুর মডেল পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মোঃ আতিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক টেলিকমের প্রোপ্রাইটর মোঃ রুবেল আলী।
আলোচনায় বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন গ্রামের সাধারণ মানুষও ঘরে বসেই ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। এতে সময়, খরচ ও ঝুঁকি কমে আসছে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হচ্ছে।
সভায় উপস্থিত গ্রাহকরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। শেষে সকল গ্রাহকদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: