[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ২৩:১২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আসর বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এ মিছিলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। শান্তি মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি। শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করায় তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর