[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চর থেকে হেরোইন আনার পথে ৩ মাদককারবারি গ্রেফতার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩০

ছবি- আলোকিত গৌড়

পদ্মার চর থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিষিদ্ধ মাদক হেরোইন পরিবহনকালে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সব ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ১৫ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে।

এসময় ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন ১. মোঃ মোমিন আলী (২৩), পিতা: মোঃ মাহবুর রহমান ২. মোঃ নাসিম উদ্দিন (২৪), পিতা: মোঃ তাইনুসুর রহমান ৩. মোঃ লতিফুর রহমান (২৩), পিতা: মোঃ জোবেদ আলী তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, টহল অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। পরে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর