[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

সিটিজেএ'র নবনির্বাচিত সভাপতি রফিকুল আলম, সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৫

ছবিঃ সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অর্থ সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ (এটিএন বাংলা) ও ডাবলু কুমার ঘোষ (মাছরাঙ্গা টেলিভিশন)। তাদের তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নির্বাচিত অন্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন এ কে এস রোকন (৭১ টেলিভিশন) এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও সাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা ও আস্থা কামনা করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর