[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:১৮
আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২১:১১

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহোক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ।

সভায় বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। এসময় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক আলী, জেলা রেড ক্রিসেন্টের এডহোক কমিটির সম্পাদক ডাঃ ময়েজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী তিন বছর মেয়াদের জন্য চুড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম। নবনির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন, মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর