চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলচালক একজন বেসরকারি কোম্পানির কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভোলাহাট–রহনপুর সড়কের ছাইতনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে মিঠুন কুমার দাস (৪৩)। তিনি রানীহাটি কলেজের শিক্ষক এবং এম এক্স এন মর্ডান হারবাল ফুড লিমিটেড কোম্পানির জিপিএস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আহত মোটরসাইকেল চালক হলেন নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর রহমানের ছেলে মো. এমদাদুল হক (৩৭), যিনি প্রতিষ্ঠানটির ডিএস।
স্থানীয়রা জানান, ভোলাহাট মেডিকেল মোড় থেকে মোটরসাইকেলে করে দুইজন বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ছাইতনতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী ম্যাক্স এন্টারপ্রাইজের একটি কোচ (ঢাকা মেট্রো–ব–১২–১৬৬৩) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক এমদাদুল হক ছিটকে পড়ে আহত হন। পিছনে বসা মিঠুন কুমার দাস রাস্তার ওপর পড়ে গেলে বাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে রাত ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না আসায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলের রক্ত ও আলামত পানি দিয়ে ধুয়ে ফেলেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করা তাদের প্রথম দায়িত্ব। রাস্তায় রক্ত পরিষ্কারের ঘটনাও তিনি নিশ্চিত করেন।
এদিকে ভোলাহাট থানার ওসি মো. মতিউর রহমান বলেন, “জনতা উত্তেজিত থাকায় ঘটনাস্থলে যেতে বাধা পেয়েছি। এখন আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করছি।”
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: