জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি একটি নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা পূর্ব শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার প্রতিবাদ অব্যাহত থাকবে।
এ সময় বিক্ষোভকারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: