[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

১৫ ডিসেম্বর: আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

ছবিঃ সংগৃহিত

আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ অভিযানের মধ্য দিয়ে জেলার মাটিতে ওড়ে বিজয়ের পতাকা।

মুক্তিযুদ্ধের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ ছিল পাক বাহিনীর দখলে। ১৯৭১ সালের ১৯ এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকেই পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে থাকেন চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। অনেকেই প্রশিক্ষণের জন্য সীমান্ত পেরিয়ে ভারতে যান।

পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধারা আহত ও নিহত হন। ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চরবাগডাঙ্গা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের উদ্দেশ্যে অগ্রসর হন এবং পাক সেনাদের বাঙ্কারগুলো দখল করে নেন। ১৩ ডিসেম্বর থেকে শুরু হয় তীব্র লড়াই।

এরই মধ্যে ১৪ ডিসেম্বর রাতে জেলা শহরের মহানন্দা নদীর পাদদেশের রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার ও রাজাকারদের গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। তাঁর শাহাদাত মুক্তিযোদ্ধাদের আরও দৃঢ় করে তোলে। ক্যাপ্টেন গিয়াস উদ্দীন, লেফটেন্যান্ট রফিকুল ইসলাম ও লেফটেন্যান্ট আব্দুল কইউম খান নিজ নিজ বাহিনী নিয়ে আক্রমণ জোরদার করেন।

মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানের মুখে একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। ১৪ ডিসেম্বর রাতেই তারা চাঁপাইনবাবগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায়। পরদিন ১৫ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করলে শত্রুমুক্ত হয় পুরো জেলা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর