[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

ভোলাহাটে বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

ছবি- আলোকিত গৌড়

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভোলাহাট কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ এবং ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. সামসুজ্জামান আলকেশ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি মো. নাজিমুদ্দিন, সেক্রেটারি মো. হাবিবুল্লাহ, পশ্চিম শাখার সভাপতি মো. সালাহউদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আহাদ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। এই বিজয়ের চেতনাকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাবেশ শেষে সাইকেল র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর