কিশোরকন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মামুন হাসান এর হাতে হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাকিল হোসেন।
এবারের বৃত্তি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার ২৫০টি স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ২ হাজার ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় ট্যালেন্টপুল, বিশেষ ও সাধারণ গ্রেডে সর্বমোট ৩০০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান মোঃ মামুন হাসান বলেন, “গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পেরেছি। এতে আমরা অত্যন্ত আনন্দিত।” তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন ও দ্রুত ফল প্রকাশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সহযোগিতার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, “গত দুই বছর ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। কিশোরকন্ঠ পাঠক ফোরাম সেই সুশিক্ষিত মানুষ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ নাঈম ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা এবং উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামসহ নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল জানতে কিশোরকন্ঠ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম-এর ফেসবুক পেজ ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া স্ব স্ব স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল দ্রুত সময়ের মধ্যে স্কুল প্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: