ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুনুর রশীদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২.৩০ মিনিটে তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থীতার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ প্রমূখ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: