[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

ছবি- আলোকিত গৌড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র জনতার মঞ্চের আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। জানাজার নামাজ শেষে তিনি মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জানাজা পূর্ব বক্তব্যে মুসল্লিরা হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর