[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৭ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে মনোনয়ন ফরম তুললেন বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী

এম. হাসান

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থী।

রবিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এবং জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন এই মনোনয়ন সংগ্রহ করেন। বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর মধ্যে সাবেক ছাত্রনেতা মাসুদ উপস্থিত থাকলেও আব্দুল সালাম তুহিনের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা থাকার কথা জানিয়ে মনোনয়ন ফরম সংগ্রহের কথা জানান এই দুই বিএনপি নেতা। এর আগে এই আসনে দলের প্রার্থী বদলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একাট্টা হয়ে অন্তত ১২ বার মশাল মিছিল, মতবিনিময় ও আলোচনা সভা, রেলপথ অবরোধ করেছে। বঞ্চিত দুই মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা ২০১৮ সালের নির্বাচনে আ.লীগের সাথে আতাত করে দলীয় সীধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ করছেন সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর