চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারত থেকে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযানে ২৯টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কিরনগঞ্জ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: