[email protected] শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

নাচোলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় নাচোল উপজেলা ডাকবাংলা মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাচোল উপজেলা ও পৌর শাখার আয়োজনে মিছিলটি বের হয়।

মিছিলে সভাপতিত্ব করেন এবং নেতৃত্ব দেন ১ নম্বর কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া আল মেহেরাব।
মিছিলটি নাচোল ডাকবাংলা মাঠ থেকে শুরু হয়ে পূজা মণ্ডপ এলাকা অতিক্রম করে মাস্টারপাড়া মহিলা কলেজ হয়ে থানাগেটের সামনে দিয়ে পুনরায় ডাকবাংলা মাঠে এসে শেষ হয়।

মিছিল শেষে নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নিতে গেলে নাচোল উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে সমাবেশ স্থগিত করার নির্দেশ দেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ।

এ সময় ১ নম্বর কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া আল মেহেরাব বলেন, “আমরা কোনো প্রতীকের স্লোগান দেইনি এবং কারো কাছে ভোটও চাইনি। আমরা শুধু আনন্দ মিছিল করেছি।”
এরপর উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা নেতাকর্মীদের দ্রুত মাঠ ফাঁকা করে চলে যাওয়ার নির্দেশ দেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর