[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

শ্যামপুরে সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরপরাধদের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শ্যামপুর চামাবাজার এলাকায় শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চ-এর ব্যানারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, অধ্যাপক মো. ইমরান আলী, অধ্যাপক নাসির উদ্দীন জুয়েল, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক এবং শ্যামপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল খালেকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শ্যামপুরের বিভিন্ন এলাকায় কিশোরগ্যাংয়ের কিছু নেতা ও সদস্য দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধে জড়িত। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাটে সিজু ডাকাত নামে পরিচিত এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়। এ ঘটনার পরদিন ২৫ ডিসেম্বর পুলিশ ওই এলাকার দুই নিরীহ ব্যক্তি হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমকে আটক করে, যা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও অভিযোগ করেন, গণধোলাইয়ের শিকার সিজু দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত। অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানববন্ধনে পান দোকানদার মনিরুল ইসলাম গানা, চা ব্যবসায়ী বাবু আলী, জসিম উদ্দীন, মুজিবুর রহমান, মোস্তাক আলী ও হেলিম আলী সিজুর চাঁদাবাজি ও নির্যাতনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিরপরাধ হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসী সিজু ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে শ্যামপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করা যায়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর