[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাত হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর অপচেষ্টার প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংঘটিত একটি অজ্ঞাত হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) শাখা সভাপতি মামুন হাসান ও সেক্রেটারি মো. শহিদুল্লাহ এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আবু সুফিয়ান সিজু (সিজু ডাকাত), পিতা মো. রবিউল ইসলাম, গ্রাম শ্যামপুর (বাজিতপুর) অজ্ঞাত ব্যক্তিদের হামলায় আহত হন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনের আগেই একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনার দায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা অভিযোগ করেন, ‘বাংলা ভিশন’-সহ কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই এবং অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের বক্তব্য গ্রহণ না করে একতরফা সংবাদ প্রকাশ করেছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থি।

ছাত্রশিবির প্রকাশিত প্রতিবাদ বিজ্ঞপ্তি

নেতৃবৃন্দ আরও বলেন, ভুক্তভোগী নিজে ভিডিও বার্তায় যাদের নাম উল্লেখ করেছেন, তারা কেউই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। এরপরও ছাত্রশিবিরকে জড়িয়ে দায় চাপানোর চেষ্টা একটি সুস্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তারা জোর দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা দূরতম কোনো সম্পর্কও নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করা হয়। একই সঙ্গে বিভ্রান্তিকর ও একতরফা সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর