[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

রেড ক্রিসেন্ট

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টে দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০২

রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ শাখার অ্যাড-হক কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিট কার্যালয়ে এক জরুরি সভায় দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ শাখার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক।

এছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী (আসাদ), সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসাঃ রোজিয়া সুলতানা, মো. শফিউর রহমান, মেহেদী হাসান ও আইরিন পারভীনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ বলেন, “রেড ক্রিসেন্ট সব সময় মানবতার কল্যাণে কাজ করে এসেছে। আমরা দল-মত নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। আশা করি নতুন কমিটি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে মানবিক সেবা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাবে এবং এখানে আমি যেকোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের বক্তব্যে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী (আসাদ) বলেন, “সংগঠন পরিচালনায় যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কার্যনির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা যেহুতু দায়িত্ব পেয়েছি, সাধারণ মানুষের আমাদের উপর হক রয়েছে। আমরা এই হক আদায় করার চেষ্টা করবো।”

জরুরি সভায় অ্যাড-হক কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির পরিচিতি এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর