চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা ৬ নং ওয়ার্ডে শনিবার (২৭ ডিসেম্বর) ক্বেরাত, ইসলামী সংগীত, আযান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৮টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: আনারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জনাব মো: রবিউল ইসলাম (টিপু), চেয়ারম্যান, ২ নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: উসমান গনি (বাবু), ইউপি সদস্য, মাও: মো: ওমর ফারুক, মাও: মো: ফিরোজ কবির, মাও: তোহরুল ইসলাম ও মাও: কবির আহমেদ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাও: মো: আব্দুল মজিদ, হাফেজ মাও: মো: হেদায়েতুল্লাহ, মো: মুখতার আলী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইসলামী সংগীতশিল্পী মু: মাহবুব আলম।
প্রধান অতিথি রবিউল ইসলাম (টিপু) বলেন, “আমাদের জীবন যদি ইসলামের আলো দিয়ে গড়ে তুলি, তাহলে জীবন হবে সুন্দর ও আলোকিত। মৃত্যুর পরও আমাদের কর্মকাণ্ডের ফল আমাদের সঙ্গে থাকবে।” অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা সমাপ্ত ঘোষণা করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: